January 23, 2026

EIIN: 120051 | Mobile: +8801309120051

প্রতিষ্ঠানের ইতিহাস ও পরিচিতি

বিদ্যালয়ের নামকরণ

মরহুম ইব্রাহীম মিয়া, পিতা: মৃত খোদা বখ্শ, গ্রাম: মাকড়াই, ডাক: বীরগঞ্জ, উপজেলা : বীরগঞ্জ, জেলা: দিনাজপুর। তিনি এক ছেলে তিন মেয়ে রেখে ১৯৫৭ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন । তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন । কিন্তু নানা প্রতিকূল অবস্থায় তিনি তাঁর মনের ইচ্ছা পূরণ করতে পারেন নি । বর্তমানে তাঁরই যোগ্য পুত্র অত্র এলাকার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ হামিদুল ইসলাম । তিনি তাঁর মরহুম পিতার মনোঃ ইচ্ছা পুরণ করবার লক্ষ্যে শিশুদের শিক্ষার জন্য ১৯৮৯ খ্রিস্টাব্দে এলাকার গণ্যমান্য ব্যক্তির আগ্রহ পরামর্শে ইব্রাহীম কিন্ডার গার্টেননামে একটি আদর্শ শিশু শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং ২০০২ খ্রিস্টাব্দ থেকে উক্ত প্রতিষ্ঠানটির কলেবর বৃদ্ধি করে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতননামে প্লে শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত কার্যক্রম চালু করা হয়েছে ।

 

অবস্থান পরিচিতি

ঢাকাঠাকুরগাঁও বিশ্বরোড সংলগ্ন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা প্রশাসন অফিসের সম্মুখে নিরিবিলি এক মনোরম পরিবেশে অত্র প্রতিষ্ঠানের প্রশাসনিক, একাডেমিক আবাসিক ভবন অবস্থিত ।

 

বিদ্যালয়ের ভবন পরিচিতি

বিদ্যালয়টিতে ২টি তিন তলা (ছুরাতন ভবন আছিয়া ভবন), একটি পাঁচ তলা একাডেমিক ভবন এবং একটি প্রশাসনিক ভবন রয়েছে ।  

সভাপতির বক্তব্য

শিক্ষাই জাতির মেরুদন্ড। আর সে শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। কিন্তু সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাদানের ব্যাপারে কেবল পাঠ্য পুস্তকই সীমাবদ্ধতা। এছাড়া সুদক্ষ শিক্ষকের অভাবসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে। ফলে শিক্ষার মূল উদ্দেশ্য ব্যহত হওয়ায় হতাশাগ্রস্থ অভিভাবকগণের কথা চিন্তা করে এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ১৯৮৭ খ্রিস্টাব্দে তৎকালীন সদর মহকুমা প্রাশসক জনাব আব্দুল জব্বারসহ স্থানীয় মুরুব্বী প্রয়াত জনাব আলহাজ্ব হবিবর রহমানপ্রয়াত জনাব খেরাজউদ্দীন শাহ্প্রয়াত জনাব আব্দুল বাসেদপ্রয়াত জনাব ফজলুল হক চেয়ারম্যানজনাব আজিজুল হকজনাব আজগার আলী শাহ্প্রয়াত আলহাজ্ব আব্দুল লতিফ মিয়া মিয়া সহ বিভিন্ন শিক্ষানুরাগী ব্যক্তিগণের অনুপ্রেরণায় বীরগঞ্জ উপজেলায় (তৎকালীন থানা এলাকায়) একটি কিন্ডার গার্টেন বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করত: কার্যক্রম শুরু করা হয়।

কিন্তু বাধা বিপত্তির কারণে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। পরবর্তীতে ১৯৮৯ খ্রিস্টাব্দে স্থানীয় উল্লেখিত গণমান্য ব্যক্তিসহ বীরগঞ্জ উপজেলা মুন্সেফ জনাব শামসুর রহমানম্যাজিস্ট্রেট জনাব আ: ত: মো: জাকির হোসেনথানা নির্বাহী কর্মকার্ত জনাব আব্দুল রহমান খান সাহেবের অনুপ্রেরণায় “ইব্রাহীম কিন্ডার গার্টেন” নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।

অত:পর প্রতিষ্ঠানটিশিক্ষা বিকাশে খ্যাতি অর্জন করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২০০২ খ্রিস্টাব্দে ইব্রাহীম কিন্ডার গার্টেন” প্লে-শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত কলেবর বৃদ্ধি করে ”ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন” নামে শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়। ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন এর পরিচালনা পর্ষদ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিশিক্ষার্থীদের অভিভাবকগণশিক্ষক-শিক্ষিকা-কর্মচারীবৃন্দের সহযোগিতা ও পরামর্শক্রমে অত্র প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করে আসছে। এভাবে অত্র প্রতিষ্ঠানটি গত ২০০২ খ্রিস্টাব্দে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি২০০৫ খ্রিস্টাব্দ হতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায়  অংশগ্রহণের অনুমতি২০০৭ খ্রিস্টাব্দে ৯ম শ্রেণি রেজিস্ট্রেশন এবং ২০০৯ খ্রিস্টাব্দ হতে এস.এস.সি. পরীক্ষায়  অংশগ্রহণের অনুমতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন লাভ করে এবং সেই মোতাবেক প্রতিবছর অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাথমিকজুনিয়র বৃত্তি এবং এস.এস.সি. পরীক্ষায় অংশগ্রহণ করে অত্র উপজেলার মধ্যে সর্বোচ্চ ফলাফল করে আসছে। লেখাপড়া সার্বিক মান বৃ্দ্ধির লক্ষ্যে এবং দূর-দূরান্তের শিক্ষার্থীর কথা বিবেচনা করে ২০১৪ খ্রিস্টাব্দ থেকে আবাসিক চালু করা হয়েছে।

নিজ ও জাতির কল্যাণে এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য আজ প্রকৃত শিক্ষিত ব্যক্তির বিশেষ প্রয়োজন। অভিভাবক ভাইবোনদের প্রতি আমার অনুরোধআপনার সন্তানের লেখাপড়ার প্রতি বিশেষ নজর দিন। তাদের শিক্ষার অবস্থা জানার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখুন। প্রয়োজনে আপনার পরামর্শ দিন।

পরিশেষে ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের শিক্ষার্থীশিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীসহ পরিচালনা পর্ষদ-সকলের জন্য আপনাদের দোয়া ও বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করি।

প্রধান শিক্ষকের বক্তব্য

আজকের শিশুই আগামীদিনের ভবিষ্যৎ। কিন্তু এই শিশুরা যদি সঠিকভাবে গড়ে উঠতে না পারে তাহলে তারা শুধু তাদের পরিবারের বোঝাই নয় বরং সমাজ তথা দেশ ও জাতির জন্য বড়ো হুমকি বয়ে আনে। তাই এখনকার শিশুকে সুষ্ঠ সুন্দরভাবে গড়ে তোলা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। আমরা সবাই আমাদের সন্তানদের ভালোবাসি ও তাদের ভালোটা চাই। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কিভাবে তাদের ভালোটা নিশ্চিত করা যায় সেটা হয়তো অনেকে সঠিক সময়ে সঠিকভাবে বুঝে উঠতে পারি না। বিশেষ করে বর্তমানের তথ্য প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার অবাধ প্রবাহের এই যুগে সঠিক গাইডলাইনস নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। অতি সম্প্রতি Artificial Intelligence (AI) এর প্রভাবে আসল-নকল চিহ্নিত করাই দূরহ হয়ে পড়েছে। তাই এখনকার যুগে আপনার সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একটি সুশৃঙ্খল ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষায়তন ও বিশ্বস্ত শিক্ষক অতি প্রয়োজন।

ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন দিনাজপুর অঞ্চলের শিক্ষা জগতে দীর্ঘদিনের সুপরিচিত একটি নাম। দীর্ঘ ৩৮ বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্যন্ত নিষ্ঠার সাথে সমাজকে আলোকিত করার এই শুরু দায়িত্ব পালন করে আসছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির সুনাম ও সুখ্যাতি দেশের নানা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অসংখ্য শিক্ষার্থী এই বিদ্যাপীঠ থেকে প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যক্রম সম্পন্ন করে দেশ-বিদেশের নামকরা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা লাভের সুযোগ পেয়ে সুনাগরিক হিসেবে নিজেদের পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করেছে।

আমাদের এক ঝাঁক মেধাবী তরুণ ও প্রবীণ অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা অত্যন্ত আন্তরিকতার সাথে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার মহান ব্রত নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। শুধু ভালো মানের পড়া লেখাই নয়আপনি আপনার সন্তানের সঠিক পথে পরিচালনার জন্য নিশ্চিন্তে আমাদের উপর আস্থা রাখতে পারেন। এই প্রতিষ্ঠানটির রয়েছে দক্ষ পরিচালক মন্ডলী। যারা নিয়মিত শিক্ষাকার্যক্রম তত্ত্বাবাধান করে থাকেন। আমাদের রয়েছে মানুষ গড়ার সুনিপুন কারিগর। এখানে পড়া লেখার পাশাপাশি নিয়মিত সহপাঠ কার্যক্রম পরিচালনা করা হয়। আবাসিক অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থা প্রতিষ্ঠানটির অনন্য বৈশিষ্ট্য। আপনার কোমলমতি শিশুর কাঙ্ক্ষিত ভবিষ্যতের এক বিশ্বস্ত ঠিকানা 'ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতন'মহান রাব্বুল আ'লামিন এর অপরিসীম দয়া ও আপনাদের সার্বিক সহযোগিতায় এ প্রতিষ্ঠান আরো একধাপ এগিয়ে যাবে আলোর মিছিলে এই প্রত্যাশা প্রতিনিয়ত। এ যাত্রায় অতীতের ন্যায় ভবিষ্যতেও আপনাদের সুপরামর্শ আমাদের অগ্রযাত্রাকে সুদৃঢ় করবে।

মাল্টিমিডিয়া ক্লাস
SSC-26
SSC 2025